ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই লিখেছেন 'সারেং বৌ' নামের বিখ্যাত সেই
উপন্যাসটি। যেটির জন্য তাঁকে আদমজী সাহিত্য পুরস্কার দেওয়া হয়। আর এই
'সারেং বউ' উপন্যাসটির স্রষ্টা শহীদুল্লা কায়সার। যিনি তিন পর্যায়ে আট বছর
জেলে বন্দি জীবন কাটিয়েছেন এবং জেল জীবনের এই দীর্ঘ সময়ে তিনি পড়াশুনা
ও সাহিত্য চর্চা করেছেন নিবিষ্টমনে। যাঁকে স্বাধীনতা লাভের মাত্র দুই দিন
আগে পাকিস্তানী হানাদারদের দোসর আলবদররা ধরে নিয়ে যায়। তিনি আর কখনই
ফিরে আসেননি।
শহীদুল্লা কায়সার জন্মগ্রহণ করেন ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামের সৈয়দ
পরিবারে ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারী।
তাঁর জন্মদিনে 'গুণীজন' তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।