এ বি এম মুসার জন্ম ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে। প্রায় সাত দশক ধরে নিরবচ্ছিন্নভাবে তিনি যুক্ত ছিলেন এদেশের সংবাদপত্র জগতের সঙ্গে। একজন সাধারণ প্রতিবেদক থেকে শুরু করে তিনি পৌঁছেছিলেন প্রাপ্তির সর্বোচ্চ স্থানে।