নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেন ২১ জুন ১৯৪৫, ময়মনসিংহের বারহাট্টার কাশবন
গ্রামে।
২১ জুলাই ১৯৭০। তরুণ কবিদের কবিতা পাঠের আসরে পাঠ করেন তাঁর বিখ্যাত
কবিতা \'হুলিয়া\'। কবিতা \'হুলিয়া\' তাঁকে কবি খ্যাতি এনে দেয়। বড় বড় লেখকরা
তাঁর কবিতার প্রশংসা করেন। সমালোচনা লেখেন আব্দুল গাফফার চৌধুরী \'তৃতীয়
মত\' কলামে। খান ব্রাদার্স বের করে তাঁর প্রথম কাব্য গ্রন্থ \'প্রেমাংশুর রক্ত
চাই\'। পশ্চিম বঙ্গের শক্তিমান লেখক শক্তি চট্টোপাধ্যায় \'পূর্ব বাংলার শ্রেষ্ট
কবিতা\' গ্রন্থে ছাপেন \'হুলিয়া\' কবিতাটি। এর পর আর থেমে থাকেননি তিনি।
প্রেম ও গণমানুষকে তাঁর কবিতার বিষয়বস্তুতে পরিণত করে একে একে লিখে চলেন
কবিতা- \'অমীমাংসিত রমণী\', \'চৈত্রের ভালোবাসা\', \'তার আগে চাই
সমাজতন্ত্র\'সহ আরও অনেক কবিতার বই।
নির্মলেন্দু গুণ সাহিত্য সাধনার জন্য পেয়েছেন বাংলা একাডেমী পুরষ্কার, একুশে
পদক, আলাওল সাহিত্য পুরষ্কার, কবি আহসান হাবীব সাহিত্য পুরষ্কার।
তাঁর জন্মদিনে \'গুণীজন\'-এর পক্ষ থেকে শুভেচ্ছা রইল।