১৯৭১ সালের ২৬ মার্চ নওগাঁয় তাঁর নেতৃত্বে ৭নং উইং অব ইপিআর সৈন্যরা
স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। ২৬ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মূলত
মেজর নাজমুল হকের নির্দেশনায় রাজশাহী, বগুড়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ
এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। সেক্টর কমান্ডার
হিসাবে তিনি তাঁর প্রতিটি সাব-সেক্টরের অপারেশনের সঙ্গে সরাসরি জড়িত
থাকতেন। অনেক সময় তিনি নিজেই অপারেশনে নেতৃত্ব দিতেন।
মোহাম্মদ নাজমুল হক ১৯৩৮ সালের ১লা আগস্ট চট্টগ্রামের লোহাগড়া থানার
অন্তর্গত আমিরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর জন্মদিনে \'গুণীজন\' তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।