হামিদা খানমের জন্ম রাজশাহীতে ১৯২৩ সালের ২ জানুয়ারি।
শিক্ষাবিদ হামিদা খানম ১৯৩৯ সালে অ্যাডহক ভিত্তিতে কলেজের দর্শন বিভাগের
প্রভাষক হিসেবে সদ্য প্রতিষ্ঠিত লেডি ব্রাবোর্ন কলেজে প্রথম চাকুরি শুরু করেন
। ১৯৪৫ সালে ৫ জানুয়ারি কলেজে দর্শনের স্থায়ী প্রভাষক পদে আনুষ্ঠানিকভাবে
যোগদান করেন। লণ্ডন থেকে ফিরে ১৯৪৮ সালের ৭ আগষ্ট হামিদা খানম ইডেন
গার্লস কলেজে যোগ দেন।
১৯৫৯ সালের আগস্ট মাসে তিনি নব প্রতিষ্ঠিত হোম ইকোনমিক্স কলেজের অধ্যক্ষার
পদে নিযুক্তি পান। অধ্যাপিকা হামিদা খানমকে ১৯৬৯ সালে শিক্ষাক্ষেত্রে
অবদানের জন্য পাকিস্তান সরকার তাঁকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-এ ভূষিত করে।