মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘মহিমা তব উদ্ভাসিত’

প্রথম আলো
১৯ ডিসেম্বর ২০০৯
যাঁরা নিজের জীবন তুচ্ছ জ্ঞান করে, প্রাণ উৎসর্গ করে ১৯৭১ সালে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাঁদের কয়েকজনকে নিয়েই একটি উদ্যোগ। ‘মহিমা তব উদ্ভাসিত: মুক্তিযুদ্ধ খণ্ড-১’ নামের একটি ব্যতিক্রমী ভিডিও সিডি প্রকাশ করেছে ‘গুণীজন’।

যাঁরা নিজের জীবন তুচ্ছ জ্ঞান করে, প্রাণ উৎসর্গ করে ১৯৭১ সালে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাঁদের কয়েকজনকে নিয়েই একটি উদ্যোগ। ‘মহিমা তব উদ্ভাসিত: মুক্তিযুদ্ধ খণ্ড-১’ নামের একটি ব্যতিক্রমী ভিডিও সিডি প্রকাশ করেছে ‘গুণীজন’।