স্বেচ্ছাসেবক

স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন

গুণীজন কর্মসূচিটি দেশপ্রেম ও আগ্রহের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে৷ আপনি স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়ে গুণীজন এর কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নিতে সহায়তা করতে পরেন৷

স্বেচ্ছাসেবক হিসেবে নীচে উল্লেখিত যেকোন একটি বা একাধিক কার্যক্রমে আপনি সম্পৃক্ত হতে পারেন৷

১. গুণীজনদের জীবনী লেখা
২. গুণীজনদের ছবি তোলা
৩. গুণীজনদের ছবি সংগ্রহ করা
৪. সংগঠক হিসেবে কাজ করা ( স্কুল কর্মসূচি, অনুষ্ঠান ব্যবস্থাপনা ইত্যাদি)
৫. গুণীজন সম্পর্কিত যেকোন তথ্য, লেখা, বই, প্রকাশনা ইত্যাদি সরবরাহ করা

গুণীজন এ স্বেচ্ছাসেবক হিসেবে আপনাকে আমন্ত্রণ –