GUNIJAN
  • মূলপাতা
  • ক্ষেত্র
    • সাহিত্য
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • ক্রীড়া
    • নারী অধিকার আন্দোলন
    • মুক্তিসংগ্রাম
    • শিল্পকলা
    • আলোকচিত্র
    • গণমাধ্যম
    • পারফর্মিং আর্ট
    • সংগীত
    • সংগঠক
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ইতিহাস গবেষণা
    • চিকিৎসা বিজ্ঞান
    • প্রকৃতি ও পরিবেশ
    • লোকসংস্কৃতি
    • সমাজবিজ্ঞান
    • আইন
    • দর্শন
    • মানবাধিকার
    • শিক্ষা
    • স্থাপত্য
    • সাহিত্য
    • শিল্পকলা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • আইন
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • আলোকচিত্র
    • ইতিহাস গবেষণা
    • ক্রীড়া
    • গণমাধ্যম
    • চিকিৎসা বিজ্ঞান
    • দর্শন
    • নারী অধিকার আন্দোলন
    • পারফর্মিং আর্ট
    • প্রকৃতি ও পরিবেশ
    • মানবাধিকার
    • মুক্তিসংগ্রাম
    • লোকসংস্কৃতি
    • শিক্ষা
    • সংগঠক
    • সংগীত
    • সমাজবিজ্ঞান
    • স্থাপত্য
  • কর্মসূচি
  • সহযোগিতা
  • মনোনয়ন
  • কার্যক্রম
  • মূলপাতা
  • ক্ষেত্র
    • সাহিত্য
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • ক্রীড়া
    • নারী অধিকার আন্দোলন
    • মুক্তিসংগ্রাম
    • শিল্পকলা
    • আলোকচিত্র
    • গণমাধ্যম
    • পারফর্মিং আর্ট
    • সংগীত
    • সংগঠক
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ইতিহাস গবেষণা
    • চিকিৎসা বিজ্ঞান
    • প্রকৃতি ও পরিবেশ
    • লোকসংস্কৃতি
    • সমাজবিজ্ঞান
    • আইন
    • দর্শন
    • মানবাধিকার
    • শিক্ষা
    • স্থাপত্য
    • সাহিত্য
    • শিল্পকলা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • আইন
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • আলোকচিত্র
    • ইতিহাস গবেষণা
    • ক্রীড়া
    • গণমাধ্যম
    • চিকিৎসা বিজ্ঞান
    • দর্শন
    • নারী অধিকার আন্দোলন
    • পারফর্মিং আর্ট
    • প্রকৃতি ও পরিবেশ
    • মানবাধিকার
    • মুক্তিসংগ্রাম
    • লোকসংস্কৃতি
    • শিক্ষা
    • সংগঠক
    • সংগীত
    • সমাজবিজ্ঞান
    • স্থাপত্য
  • কর্মসূচি
  • সহযোগিতা
  • মনোনয়ন
  • কার্যক্রম
No Result
View All Result
GUNIJAN
No Result
View All Result

সফিউদ্দিন আহমদ

অবদানের ক্ষেত্র: শিক্ষা
সফিউদ্দিন আহমদ

সফিউদ্দিন আহমদ

আলোকচিত্র / অডিও / ভিডিও / ফাইল

ড. সফিউদ্দিন আহমদের বাবা মোঃ আবদুস সামাদ মোল্লা কংগ্রেস পার্টি করতেন। বই কেনা, বই পড়া ও যত্নের সাথে বই সাজিয়ে রাখা ছিলো তাঁর বড়ো সখ। কয়েক হাজার বই নিয়ে তাঁদের পারিবারিক পাঠাগার। তাঁর কংগ্রেসপন্থী ও শিক্ষক বাবা সেদিনকার মডার্ণ বিভিউ, ভারতবর্ষ, প্রবাসী, বসুমতি, শনিবারের চিঠি নিয়মিত রাখতেন এবং এসব পত্রিকা তিনি বাঁধিয়ে সাজাতেন। আজও তাঁদের বাড়ির পারিবারিক পাঠাগারে এসব পত্রিকা আছে।

স্কুল জীবন থেকেই বাবার মতো ড. সফিউদ্দিন আহমদেরও বই কেনা এবং পড়ার নেশা ছিল। আট-দশ মাইল দূর থেকে পায়ে হেঁটে বই আনতেন তিনি। ছাত্র জীবনে নির্ধারিত সময়ে পরীক্ষার ‘ফি’ না দিয়ে ঐ টাকায় বই কিনেছেন তিনি। অধ্যাপনা জীবনেও বাজার করতে গিয়ে বাজারের টাকায় বই কিনে বাজারপত্র না নিয়েই ফিরেছেন। তাঁর ব্যক্তিগত সংগ্রহেও আছে কয়েক হাজার বই। তবে শুধু নিজে বই পড়েই খান্ত হননি। গ্রামের মানুষরা যেন বই পড়ার সুযোগ পায় সেজন্য খালবিল পার হয়ে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পাঠাগার স্থাপন করেছেন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক ও সংগঠক ড. সফিউদ্দিন আহমদ। গ্রামীণ পাঠাগার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ড. সফিউদ্দিন আহমদ ১৯৪৩ সালে তাঁদের পুরানো বাড়ি বাহের চরে ১৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে ড. সফিউদ্দিন আহমদ-এর স্থায়ী আবাস রায়পুরা সদরে ‘ছায়াবীথি’ নামক ইতিহাস বিখ্যাত বাড়িতে। প্রগতিশীল কর্মকাণ্ড ও সংস্কৃতি চর্চা বিশেষকরে সঙ্গীত চর্চার জন্য এই বাড়িটি তখনকার গুণী ব্যক্তিত্বদের কাছে পরিচিতি ছিলো। আজও এ বাড়িটি এ আদর্শের উত্তাপ বুকে ধারণ করে আছে। এই বাড়িতে এসেছিলেন সরোজিনী নাইডু, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শেরে বাংলা এ.কে. ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সত্যেন সেন, জীতেন ঘোষ, জ্ঞান চক্রবর্তী, জসীম উদ্দিন মন্ডলসহ আরো অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি। প্রগতিশীল নেতাকর্মী ও আত্মগোপনকারীদের জন্য এই বাড়িটি ছিলো একটি নিরাপদ দুর্গ । এদেশের অনেক বিখ্যাত আত্মগোপনকারী কমিউনিষ্ট নেতা-কর্মীরা এবাড়িতে আশ্রয় নিয়েছেন।

ড. সফিউদ্দিন আহমদ-এর বাবা মোঃ আবদুস সামাদ মোল্লা কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি শিক্ষকতা করতেন। শিক্ষকতা ও কংগ্রেস পার্টির কর্মকান্ডের সাথে সাথে তিনি সমাজ সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। ড. সফিউদ্দিন আহমদ-এর মা বদরুন্নেসা প্রগতিশীল আত্মগোপনকারী নেতাকর্মীদের আশ্রয় দিতেন। এবং তিনি একজন সমাজ সচেতন মহিলা ছিলেন।

স্কুল জীবন থেকেই সফিউদ্দিন আহমদ বামপন্থী নেতা কর্মীদের সাথে একাত্মতায় ন্যাপ, কৃষক সমিতি, কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের জন্য কাজ করেছেন। তাঁর কিশোর মনে আবেগ সৃষ্টি করতো রায়পুরায় পদসঞ্চারী মৌলানা ভাসানী, মণি সিংহ, মুনীর চৌধুরী, সরদার ফজলুল করিম, সোমেন চন্দ, কবি বেনজির আহমদ, রবি নিয়োগী, খোকা রায়, অমূল্য লাহিড়ী, দেবপ্রসাদ, মদন বসাক, অনিল মুখার্জী, জসিম মন্ডল, সুনীল রায়, জিতেন ঘোষ, সত্যেন সেন, হাতেম আলী খান, জ্ঞান চক্রবর্তী প্রমুখ গুণী ব্যক্তিত্ব।

স্কুলে পড়ার সময় তিনি তাঁর ভাই শামসুল হক, আবদুল হাই, রামানন্দ, রহমান প্রমুখের কাছে যখন লেনিন ও রুশ বিপ্লবের কথা এবং সমাজতন্ত্র ও কমিউনিষ্ট পার্টির গোপন সভা ও বৈপ্লবিক বিজয়ের কথা শুনতেন তখন তাঁর মনে হতো, আমি নিজেই বিপ্লবী হবো এবং ‘স্পন্দিত বুকে আমি নিজেই লেনিন।

বামপন্থীদের প্রচেষ্টায় তখন রায়পুরায় প্রগতিশীল চিন্তাচেতনা সম্পর্কিত পড়াশুনার একটা পরিবেশও গড়ে উঠেছিল। হাতে লেখা কিছু পত্রিকা চালাচালি হতো। এর মধ্যে ‘শিখা’ পত্রিকার নাম আজও সফিউদ্দিন আহমদের হৃদয়ে উজ্জ্বল ও ভাস্বর হয়ে আছে। ‘জানবার কথা’ সিরিজ নিয়ে তাঁদের মধ্যে তখন কাড়াকাড়ি হতো। বই পড়া ও পঠিত বইয়ের উপর আলোচনা ও বিশ্লেষণ চলতো। ‘ছোটদের অর্থনীতি’ ‘ছোটদের রাজনীতি’ গোগ্রাসে পড়েছেন তিনি । সুকান্তের ‘ছাড়পত্র’ তখন হাতে হাতে থাকতো। ‘আনন্দ মঠ’ ‘দেবী চৌধুরাণী’, ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশি’, ‘ভাঙার গান’, ‘সাম্যবাদ’, ও ‘জিঞ্জির’ তখন তাঁদের গড়গড়ে মুখস্থ। অশোকগুহ অনূদিত গোর্কীর ‘মা’, তুর্গেনিয়েভের ‘অনাবদী জমি’, দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের ‘ভারতীয় লোকায়ত দর্শন’, ‘নিষিদ্ধ দেশ ও নিষিদ্ধ কথা’, এসব ছাড়াও ‘সাম্যবাদের ভূমিকা’ ও ‘প্রশ্নোত্তরে সোভিয়েত রাশিয়া’ প্রভৃতি গ্রন্থগুলো তাঁর পড়া হয়ে গিয়েছিলো এই মহান বামপন্থীদের বদৌলতেই।

তখন ফয়েজ আহমদ এবং রামানন্দ মাঝে মাঝে তাঁদেরকে গোপন ক্লাসের কথা বলতেন। এই গোপন ক্লাসে দেশের কথা, মেহনতি মানুষের মুক্তির কথা, পুঁজিবাদী শোষণের কথা আলোচনা হতো। সরদার ফজলুল করিম ও অন্যরা ক্লাস নেন গোপনে, রাতের অন্ধকারে গোপন জায়গায়। এসব কথা অন্য কারো কাছে বলা নিষেধ ছিলো। কৈশোরের প্রথমেই এমন কিছু গোপন ক্লাসে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিলো সফিউদ্দিন আহমদের। আর এসব ক্লাসে এমন সব মৌলিক বিষয় ও তথ্যসূত্র আলোচনা হতো যা সারাজীবন পড়াশুনা করেও উদ্ধার করা সম্ভব হতো না। অর্থনীতি, সমাজতত্ত্ব, দর্শন, ইতিহাস, নৃ-বিজ্ঞান ও চিত্তসাহিত্যের উপর আলোচনা হতো। সমস্ত বিষয়ই তুলনামূলক পদ্ধতিতে বিশ্লেষণ করা হতো।

মহান ভাষা আন্দোলনের সময় তিনি মাত্র পঞ্চম শ্রেণীর ছাত্র। এই সময় স্কুল থেকে যে বিরাট মিছিল বের হয়-এর অগ্রভাগে পতাকাবাহি ছিলেন আজকের গবেষক সাহিত্যিক, প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ। রায়পুরা নিয়ে ড. সফিউদ্দিন আহমদের গর্বের সীমা নেই। কেউ রায়পুরা নামটি উচ্চারণ করলেই তিনি উচ্ছ্বসিত ও আবেগ প্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, রায়পুরা আমার বাড়ি- আমার জন্মস্থান। রায়পুরার মাটি আমার কপালে গৌরবোজ্জ্বল এক পবিত্র তিলক।

অতীতে রায়পুরা ছিলো মেঘনা নদী বিধৌত একটি বিখ্যাত নদী বন্দর। কলকাতা, আসাম ও বার্মার সাথে ছিলো নৌপথে ব্যবসা বাণিজ্য। বড়ো বড়ো স্টিমার এসে ভিড়তো এ নদী বন্দরে। সন্ধ্যায় ঘরে ঘরে চলতো সঙ্গীত চর্চা। সাহিত্য, শিল্প-সংস্কৃতি চর্চায় রায়পুরায় তখন কলকাতা কেন্দ্রিক একটি আবহ গড়ে উঠেছিলো। বিশ্বনন্দিত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর কৈশোর ও যৌবনের অনেক উচ্ছল দিন কেটেছে এ রায়পুরায়। রায়পুরার জমিদাররা যখন পূজা-পার্বন ও বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কলকাতা হতে ফিরতেন তখন মনে হতো সমস্ত রায়পুরাই যেনো উৎসবে মেতে উঠেছে।

ড. সফিউদ্দিন আহমদ রায়পুরা আর.কে.আর.এম. ইংরেজি উচ্চবিদ্যালয় থেকে ১৯৬০ সালে মেট্রিক পাশ করেন। আই. এ. পাস করেন ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে। আই.এ. পরীক্ষায় তিনি লজিক ও বাংলায় লেটারসহ কৃতিত্বের সাথে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হন এবং অনার্স শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এম.এ. পাস করেন। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি তুলনামূলক সাহিত্য ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সাহিত্যের ওপর উচ্চতর পর্যায়ে পড়াশোনা ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৫ সালের শেষ দিকে তিনি নেত্রকোণা কলেজে তাঁর কর্মজীবন শুরু করেন। প্রথম চাকুরী পাবার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন তাঁর প্রিয় শিক্ষক মুনীর চৌধুরী। সেখানে ছিলেন বছর চারেক। মহকুমা শহর নেত্রকোণা তখন সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। আর এর পটভূমি রচনা করেছিল বাম প্রগতিশীল রাজনীতি। ১৯৬৯ সালে তিনি যোগ দেন বরিশালের ব্রজমোহন কলেজে। এই কলেজে তিনি ১৯৭৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৭৬ সালের মে মাসে তিনি যোগ দেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। ১৯৮০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ময়মনসিংহে ছিলেন। এর পর চলে যান সিলেটে । সেখানে ছিলেন পনের বছরের অধিককাল সময়। ১৯৮১ সালে যোগ দিয়েছিলেন মুরারীচাঁদ কলেজে। ছিলেন ১৯৯১ সাল পর্যন্ত। সেখান থেকে অবসর নেবার পর ২০০৫ সালে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান হিসাবে কর্তব্যরত অবস্থায় অবসর নিয়ে চলে আসেন ঢাকায়। ২০০৫ সালের শেষের দিকে কিছুদিন কাজ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতার নেশা আজো ছাড়তে পারেননি এই কর্মবীর। এখনো তিনি নিয়মিত ক্লাস নেন নটরডেম কলেজে।

জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছে একজন আদর্শ, সৃজনশীল ও সম্মোহক শিক্ষক। তাঁর নির্ধারিত ক্লাসে তাঁর বিভাগের ছাত্র-ছাত্রী ছাড়াও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রী এবং নবীন শিক্ষকেরা উপস্থিত থাকেন। তাঁর তথ্য সমৃদ্ধ মৌলিক বক্তব্য ছাত্র-ছাত্রীদের কাছে এক উজ্জ্বল সঞ্চয় বিশেষ।

প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ একজন তথ্যনিষ্ঠ ও শিকড় সন্ধানী মৌলিক গবেষক। তিনি একজন সার্থক অনুবাদক ও বিশ্বসাহিত্যে অবাধ সঞ্চারী আলোকিত ব্যক্তিত্ব। ড. আহমদ শরীফ, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও সরদার ফজলুল করিমসহ দেশ ও বিদেশের পণ্ডিতজন তাঁর গবেষণা ও অনুবাদকর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

একজন প্রগতিশীল বুদ্ধিজীবী ও মৌলিক গবেষক হিসেবে দেশে এবং দেশের বাইরেও তিনি বিশেষভাবে পরিচিত। অধ্যাপক হিসেবে কলকাতা, যাদবপুর, বর্ধমান, কল্যাণী ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ডিরোজিও, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ ও বাংলাদেশের সাহিত্য বিষয়ে বক্তৃতা প্রদান করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি নিখিল ভারত সাহিত্য সম্মেলন, বঙ্গীয় সাহিত্য সম্মেলন, আসাম রাজ্যের শিলচরে মাতৃভাষা সম্মেলনে যোগদান করেন।

বাংলা একাডেমী হতে প্রকাশিত তাঁর ১০টি গবেষণা গ্রন্থসহ মোট ৩০টি গবেষণা গ্রন্থ দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসেবে পাঠ করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা পত্রিকায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী পত্রিকায় তাঁর ৫০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে ভারতের বহু বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়ে সেখানকার পণ্ডিতদের কাছে সুনাম ও প্রশংসা অর্জন করেছেন। এটি আমাদের শিক্ষক সমাজ ও সমস্ত বাংলাদেশের গর্ব ও গৌরবের বিষয়।

ড. সফিউদ্দিন আহমদ অনেক মৌলিক গবেষণা গ্রন্থ আমাদের উপহার দিয়েছেন। যেমন ‘উনিশ শতকের রেনেসাঁ’, ‘বাংলা গদ্যের বিবর্তন’, ‘উনিশ শতকের নবজাগরণ ও সমাজ চিন্তা’, ‘সাময়িক পত্রে ভাষা সাহিত্য ও শিক্ষাচিন্তা’, ‘বাংলা গদ্য ও গদ্যশৈলী’, ‘সাহিত্যের কাল ও কালান্তর’, ‘সাহিত্যের সেকাল ও একাল’, ‘ডিরোজিও জীবন ও সাহিত্য’, ‘রবীন্দ্র সাহিত্যে শেক্সপিয়ার’, ‘রবীন্দ্রনাথের সাহিত্য ও শিক্ষাচিন্তা’, ‘রবীন্দ্রনাথের সৌন্দর্য জিজ্ঞাসা’ ও ‘বৃত্তাবন্ধ রবীন্দ্রনাথ’ প্রভৃতি। ড. সফিউদ্দিন আহমদ-এর গবেষণা কর্মের মৌলিকত্ব এখানেই যে, তিনি প্রথাবদ্ধ গবেষণার বৃত্ত ভেঙ্গে যুক্তি ও বিচার বিশ্লেষণে নতুন তথ্য ও বক্তব্য উপস্থাপন করেছেন।

ছাত্র জীবনে তিনি প্রচুর কবিতা ও গল্প লিখেছেন। ষাটের দশকের প্রথমার্ধে ‘দৈনিক সংবাদে প্রকাশিত তাঁর গল্প- ‘মানুষ গড়ার কারিগর’, ‘ডাক পিয়ন’, ‘মেরুদন্ড’, ‘উত্তরণ’, ‘ঈদ মানে আনন্দ’ খুবই আলোড়ন সৃষ্টি করেছিলো। ‘ডাক পিয়ন’ গল্পটি ইভানভ কুদ্রভ কর্তৃক রুশভাষায় এবং ‘মানুষ গড়ার কারিগর’ নোয়েল গানিয়ে কর্তৃক ফরাসি ভাষায় অনূদিত হয়। ড. সফিউদ্দিন আহমদ একজন দক্ষ অনুবাদক। অনুবাদকর্মে তিনি স্বকীয়তা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। প্লেটোর লেখা “The Last Days of Socrates– নামক মহা গ্রন্থটি তিনি ‘সক্রেটিসের শেষ দিনগুলো’ নামে অনুবাদ করেছেন, বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমী। এ ছাড়াও তিনি পাবলো নেরুদার কবিতা ও ডিরোজিও এর কবিতা অনুবাদ করে পন্ডিতজনের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছেন। ড. সফিউদ্দিন আহমদ-এর সাড়া জাগানো গ্রন্থ ‘মানুষ ও শিল্পী বিদ্যাসাগর’ গ্রন্থটি বের হবার সাথে সাথেই উভয় বাংলার পণ্ডিতজন বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি যেমন শিকড় সন্ধানী মৌলিক গবেষক তেমনি পরিশ্রমী লেখক। তাঁর কোন কোন বইয়ের কলেবর বারোশত পৃষ্ঠা ও হাজার পৃষ্ঠা। তাঁর সাতশত, আটশত পৃষ্ঠার বইয়ের সংখ্যাও অনেক।

ড. সফিউদ্দিন আহমদ একজন কৃতী সংগঠক। তিনি দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন কয়েকজন কিশোর ও তরুণ মিলে গড়ে তোলেন ‘রায়পুরা জাগরণী সাহিত্য ও সংস্কৃতি সংঘ’। এই সংঘের অভিষেক অনুষ্ঠানে তাঁদের শপথ বাক্য ছিলো-
১. আমাদের কর্মকাণ্ড ও জীবনাচরণে এবং সাহিত্য ও সংস্কৃতি চর্চায় আমরা সব সময় সত্যকে ধারণ করবো এবং সত্যকে প্রকাশ করবো।
২. ন্যায়, সত্য ও প্রগতি এবং মানব কল্যাণ ও মানব সম্প্রীতিই আমাদের মূল আদর্শ। কোন অন্যায়, অসত্য ও মিথ্যের কাছে আমরা কখনো মাথা নত করবোনা।
৩. অপসংস্কৃতি, রক্ষণশীলতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লেখনি হবে শাণিত অস্ত্র।
৪. এই সংঘের সদস্যদের ধর্মীয় পরিচয়কে কখনো প্রাধান্য দেয়া হবে না।
৫. অসাম্প্রদায়িক মানবিক চেতনার বেদীমূলে আমাদের বিশ্বাস ও আদর্শকে আমরা অটুট রাখবো।

শপথ বাক্য শেষে সদস্যরা সমবেত কন্ঠে উচ্চারণ করেন-
‘অসতো মা সদগময়
তমসো মা জ্যোতির্গময়
অর্থাৎ অসৎ হতে আমাকে সৎপথে নিয়ে যাও। অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে যাও। মৃত্যু থেকে আমাকে অমৃত লোকে নিয়ে যাও।

১৯৫৮ সালে ছিলো এই সংঘের জয়যাত্রা। সভাপতি সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক সুধীরচন্দ্র দাস। ১৯৬০ সালে তিনি গড়ে তোলেন ‘রায়পুরা সবুজের খেলাঘর’ আসর। দীর্ঘদিন ধরে এই আসরের কর্মকাণ্ড চলে। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি গভীরভাবে জড়িয়ে পড়েন খেলাঘর, ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি ও উদীচীর সাথে। সমগ্র বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সাথে তিনি বিশেষভাবে জড়িত ছিলেন। ড. সফিউদ্দিন আহমদ কেন্দ্রীয় খেলাঘরের দ্বিতীয় সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্র-ছাত্রীদের কাছে ড. সফিউদ্দিন আহমদ যেমন একজন সম্মোহক শিক্ষক তেমনি তিনি একজন মহোত্তম সংগঠক। গ্রামীণ পাঠাগার আন্দোলন তাঁর জীবনের এক মহোত্তম কীর্তি। এ কৃতিত্বের জন্য তিনি দেশে বিদেশে বহুল প্রশংসিত হয়েছেন।

দীর্ঘ পঁচিশ বছর তিনি কটিয়েছেন সিলেটে। প্রথমে এম.সি. কলেজে এবং পরে ১৯৯১ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই দীর্ঘ পঁচিশ বছরে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় ছাত্র ও শিক্ষকদের সহায়তায় তিনি বহু পাঠাগার স্থাপন করেছেন।

উচ্চশিক্ষিতা সুগৃহিনী স্ত্রী শিরিয়া আহমদ এবং দুই মেয়ে ও এক পুত্রকে নিয়ে তাঁর সংসার। বড়ো মেয়ে সোহেলী সায়লা আহমদ, পুত্র সাকী আহমদ এবং ছোট মেয়ে সেঁজুতি।

ড. সফিউদ্দিন আহমদ জাতিসংঘ মানবাধিকার পুরস্কার; বিদ্যাসাগর গবেষণা পুরস্কার, পশ্চিমবঙ্গ; পশ্চিমবঙ্গ লেখক সমিতি পুরস্কার; শেরে বাংলা স্মৃতি একাডেমি পুরস্কার; বঙ্গবঙ্গু স্মৃতি পুস্কারসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সংস্থা ও প্রতিষ্ঠানের পুরস্কার ও সংবর্ধনায় ভূষিত হয়েছেন।

সংক্ষিপ্ত জীবনী:

জন্ম: ড. সফিউদ্দিন আহমদ ১৯৪৩ সালে তাঁদের পুরানো বাড়ি বাহের চরে ১৯ অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে ড. সফিউদ্দিন আহমদ-এর স্থায়ী আবাস রায়পুরা সদরে ‘ছায়াবীথি’ নামক ইতিহাস বিখ্যাত বাড়িতে।

বাবা ও মা: বাবা মোঃ আবদুস সামাদ মোল্লা কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি শিক্ষকতা করতেন। শিক্ষকতা ও কংগ্রেস পার্টির কর্মকান্ডের সাথে সাথে তিনি সমাজ সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। ড. সফিউদ্দিন আহমদ-এর মা বদরুন্নেসা প্রগতিশীল আত্মগোপনকারী নেতাকর্মীদের আশ্রয় দিতেন। এবং তিনি একজন সমাজ সচেতন মহিলা ছিলেন।

পড়াশুনা: ড. সফিউদ্দিন আহমদ রায়পুরা আর.কে.আর.এম. ইংরেজি উচ্চবিদ্যালয় থেকে ১৯৬০ সালে মেট্রিক পাশ করেন। আই.এ. পাস করেন ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে। আই.এ. পরীক্ষায় তিনি লজিক ও বাংলায় লেটারসহ কৃতিত্বের সাথে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হন এবং অনার্স শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এম.এ. পাস করেন। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি তুলনামূলক সাহিত্য ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সাহিত্যের ওপর উচ্চতর পর্যায়ে পড়াশোনা ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন: ১৯৬৫ সালের শেষ দিকে তিনি নেত্রকোণা কলেজে তাঁর কর্মজীবন শুরু করেন। প্রথম চাকুরী পাবার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন তাঁর প্রিয় শিক্ষক মুনীর চৌধুরী। সেখানে ছিলেন বছর চারেক। মহকুমা শহর নেত্রকোণা তখন সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। আর এর পটভূমি রচনা করেছিল বাম প্রগতিশীল রাজনীতি। ১৯৬৯ সালে তিনি যোগ দেন বরিশালের ব্রজমোহন কলেজে। এই কলেজে তিনি ১৯৭৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৭৬ সালের মে মাসে তিনি যোগ দেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। ১৯৮০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ময়মনসিংহে ছিলেন। এর পর চলে যান সিলেটে । সেখানে ছিলেন পনের বছরের অধিককাল সময়। ১৯৮১ সালে যোগ দিয়েছিলেন মুরারীচাঁদ কলেজে। ছিলেন ১৯৯১ সাল পর্যন্ত। সেখান থেকে অবসর নেবার পর ২০০৫ সালে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান হিসাবে কর্তব্যরত অবস্থায় অবসর নিয়ে চলে আসেন ঢাকায়। ২০০৫ সালের শেষের দিকে কিছুদিন কাজ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতার নেশা আজো ছাড়তে পারেননি এই কর্মবীর। এখনো তিনি নিয়মিত ক্লাস নেন নটরডেম কলেজে। তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক।

সংসার জীবন: উচ্চশিক্ষিতা সুগৃহিনী স্ত্রী শিরিয়া আহমদ এবং দুই মেয়ে ও এক পুত্রকে নিয়ে তাঁর সংসার।

মূল লেখক: সৌমিত্র দেব
পুনর্লিখন: গুণীজন দল

ShareTweetShareScanSend

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

খুঁজুন

No Result
View All Result
এ পর্যন্ত ওয়েবসাইট ভিজিট করেছেন
Web Counter

সম্পৃক্ত হোন

  • সহযোগিতা করুন
  • স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
  • মনোনয়ন করুন

আমাদের সম্পর্কে

  • ট্রাস্টি বোর্ড
  • আপনার মতামত

যোগাযোগ

  •   info@gunijan.org.bd
  •   +৮৮০১৮১৭০৪৮৩১৮
  •   ঢাকা, বাংলাদেশ

© - All rights of Photographs, Audio & video clips on this site are reserved by Gunijan.org.bd under  CC BY-NC licence.

No Result
View All Result
  • #8898 (শিরোনামহীন)
  • অজয় রায়
  • অজিত গুহ
  • অনিল মুখার্জি
  • অনুপম সেন
  • অমলেন্দু বিশ্বাস
  • অরবিন্দ ঘোষ
  • অরিণা বেগম
  • অরিণা বেগম
  • অরিণা বেগম
  • অশ্বিনীকুমার দত্ত
  • আ ন ম গোলাম মোস্তফা
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • আজহারুল হক
  • আজিজুর রহমান মল্লিক
  • আঞ্জেলা গমেজ
  • আতাউস সামাদ
  • আতিউর রহমান
  • আনিসুজ্জামান
  • আনোয়ার পাশা
  • আনোয়ার হোসেন
  • আনোয়ার হোসেন
  • আপনার মতামত
  • আবদুর রাজ্জাক
  • আবদুল আলীম
  • আবদুল আহাদ
  • আবদুল ওয়াহাব তালুকদার
  • আবদুল গাফফার চৌধুরী
  • আবদুল্লাহ আবু সায়ীদ
  • আবদুল্লাহ আল মামুন
  • আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন
  • আবিরন
  • আবু ইসহাক
  • আবু ওসমান চৌধুরী
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • আবু তাহের
  • আবু হেনা মোস্তফা কামাল
  • আবুল ফজল
  • আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • আব্দুল জব্বার
  • আব্দুল মতিন
  • আব্বাসউদ্দীন আহমদ
  • আমিনুল ইসলাম
  • আরজ আলী মাতুব্বর
  • আরমা দত্ত
  • আল মাহমুদ
  • আলতাফ মাহমুদ
  • আলম খান
  • আলমগীর কবির
  • আলী আহাম্মদ খান আইয়োব
  • আলোকচিত্রী শহিদুল আলম
  • আসিয়া বেগম
  • আহসান হাবীব
  • ইদ্রিছ মিঞা
  • ইমদাদ হোসেন
  • ইলা মজুমদার
  • ইলা মিত্র
  • উল্লাসকর দত্ত
  • এ এফ এম আবদুল আলীম চৌধুরী
  • এ কে খন্দকার
  • এ. এন. এম. মুনীরউজ্জামান
  • এ. এম. হারুন অর রশীদ
  • এ.এন.এম. নূরুজ্জামান
  • এ.টি.এম. হায়দার
  • এবিএম মূসা
  • এম আর খান
  • এম এ জলিল
  • এম হামিদুল্লাহ্ খান
  • এম. এ. মঞ্জুর
  • এম. এ. রশীদ
  • এম. এন. রায়
  • এস এম সুলতান
  • ওবায়েদ উল হক
  • কবরী
  • কবীর চৌধুরী
  • কমলা বেগম (কিশোরগঞ্জ)
  • কমলা বেগম (সিরাজগঞ্জ)
  • করিমন বেগম
  • করেপোরাল আবুল বাশার মো. আবদুস সামাদ
  • কর্মসূচি
  • কলিম শরাফী
  • কল্পনা দত্ত
  • কাইয়ুম চৌধুরী
  • কাঁকন বিবি
  • কাজী আবদুল আলীম
  • কাজী আবুল কাসেম
  • কাজী এম বদরুদ্দোজা
  • কাজী খলীকুজ্জমান আহমদ
  • কাজী নূর-উজ্জামান
  • কাজী সালাউদ্দিন
  • কামরুল হাসান
  • কামাল লোহানী
  • কার্যক্রম
  • কিউ এ আই এম নুরউদ্দিন
  • কুমুদিনী হাজং
  • কে এম সফিউল্লাহ
  • ক্ষুদিরাম বসু
  • খাদেমুল বাশার
  • খালেকদাদ চৌধুরী
  • খালেদ মোশাররফ
  • খোকা রায়
  • গণেশ ঘোষ
  • গাজীউল হক
  • গিয়াসউদ্দিন আহমদ
  • গুণীজন ট্রাষ্ট-এর ইতিহাস
  • গোপাল দত্ত
  • গোবিন্দচন্দ্র দেব
  • চাষী নজরুল ইসলাম
  • চিকিৎসক নুরুল ইসলাম
  • চিত্তরঞ্জন দত্ত
  • চিত্তরঞ্জন দাশ
  • ছবিতে আমাদের গুনীজন
  • জয়গন
  • জয়নুল আবেদিন
  • জসীমউদ্দীন মণ্ডল
  • জহির রায়হান
  • জহুর হোসেন চৌধুরী
  • জামাল নজরুল ইসলাম
  • জামিলুর রেজা চৌধুরী
  • জাহানারা ইমাম
  • জিতেন ঘোষ
  • জিয়া হায়দার
  • জিয়াউর রহমান
  • জিল্লুর রহমান সিদ্দিকী
  • জুয়েল আইচ
  • জোবেরা রহমান লিনু
  • জোহরা বেগম কাজী
  • জ্ঞান চক্রবর্তী
  • জ্যোতি বসু
  • জ্যোতির্ময় গুহঠাকুরতা
  • জ্যোৎস্না খাতুন
  • ট্রাস্টি বোর্ড
  • তফাজ্জল হোসেন মানিক মিয়া
  • তরুবালা কর্মকার
  • তাজউদ্দীন আহমদ
  • তিতুমীর
  • ত্রৈলোক্যনাথ চক্রবর্তী
  • দিলওয়ার খান
  • দীনেশ গুপ্ত
  • দুলু বেগম
  • দ্বিজেন শর্মা
  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • নভেরা আহমেদ
  • নভেরা আহমেদ
  • নয়ন মিয়া
  • নলিনী দাস
  • নাজমুল হক
  • নিজাম উদ্দিন আহমদ
  • নিতুন কুন্ডু
  • নির্মলেন্দু গুণ
  • নীলিমা ইব্রাহিম
  • নীলুফার ইয়াসমীন
  • নুরজাহান
  • নূর মোহাম্মদ শেখ
  • নূরজাহান বেগম
  • নূরজাহান বেগম (ময়মনসিংহ)
  • নেত্রকোণার গুণীজন
  • নেপাল নাগ
  • পার্থ প্রতীম মজুমদার
  • পূর্ণেন্দু দস্তিদার
  • প্রতিভা মুৎসুদ্দি
  • প্রফুল্ল চাকী
  • প্রভারাণী মালাকার
  • প্রীতিলতা ওয়াদ্দেদার
  • ফজল শাহাবুদ্দীন
  • ফজলুর রহমান খান
  • ফজলে হাসান আবেদ
  • ফয়েজ আহমদ
  • ফররুখ আহমদ
  • ফরিদা পারভীন
  • ফিরোজা বেগম
  • ফেরদৌসী প্রিয়ভাষিণী
  • ফেরদৌসী রহমান
  • ফেরদৌসী রহমান
  • ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিল
  • ফ্লোরা জাইবুন মাজিদ
  • বদরুদ্দীন উমর
  • বশির আহমেদ
  • বশিরন বেগম
  • বশীর আল্‌হেলাল
  • বাদল গুপ্ত
  • বিনয় বসু
  • বিনোদবিহারী চৌধুরী
  • বিপিনচন্দ্র পাল
  • বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
  • বুলবুল আহমেদ
  • বেগম রোকেয়া
  • বেগম শামসুন নাহার মাহমুদ
  • বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
  • বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
  • ব্লগ
  • ভগৎ সিং
  • ভাস্বর বন্দ্যোপাধ্যায়
  • ভিডিও
  • মঙ্গল পান্ডে
  • মজনু শাহ
  • মণি সিংহ
  • মণিকৃষ্ণ সেন
  • মতিউর রহমান
  • মনোনয়ন
  • মনোরমা বসু
  • মমতাজ বেগম
  • ময়না বেগম
  • মশিউর রহমান
  • মহাদেব সাহা
  • মহিউদ্দিন জাহাঙ্গীর
  • মামুন মাহমুদ
  • মামুনুর রশীদ
  • মায়া রাণী
  • মারিনো রিগন
  • মালেকা বেগম
  • মাহমুদুল হক
  • মাহেলা বেওয়া
  • মীর শওকত আলী
  • মুকশেদ আলী
  • মুকুন্দদাস
  • মুকুল সেন
  • মুক্তিযুদ্ধ
  • মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘মহিমা তব উদ্ভাসিত’
  • মুক্তিসংগ্রাম
  • মুজফফর আহমদ
  • মুনীর চৌধুরী
  • মুন্সি আব্দুর রউফ
  • মুর্তজা বশীর
  • মুস্তাফা নূরউল ইসলাম
  • মুস্তাফা মনোয়ার
  • মুহ. আব্দুল হান্নান খান
  • মুহম্মদ আবদুল হাই
  • মুহম্মদ জাফর ইকবাল
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • মুহাম্মদ ইঊনূস
  • মুহাম্মদ হাবিবুর রহমান
  • মুহাম্মাদ কুদরাত-এ-খুদা
  • মূলপাতা
  • মেহেরজান বেগম
  • মোহাম্মদ আতাউল গনি ওসমানী
  • মোঃ আওলাদ হোসেন খান
  • মোঃ ইসমাইল হোসেন
  • মোঃ শফিকুল আনোয়ার
  • মোজাফফর আহমদ
  • মোনাজাতউদ্দিন
  • মোফাজ্জল হায়দার চৌধুরী
  • মোয়াজ্জেম হোসেন
  • মোরশেদুল ইসলাম
  • মোহাম্মদ আবদুল জব্বার
  • মোহাম্মদ কিবরিয়া
  • মোহাম্মদ মনসুর আলী
  • মোহাম্মদ মোর্তজা
  • মোহাম্মদ রুহুল আমিন
  • মোহাম্মদ হামিদুর রহমান
  • মোহাম্মাদ আব্দুল কাদির
  • মোহিউদ্দীন ফারুক
  • যতীন সরকার
  • যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
  • যোগেশ চন্দ্র ঘোষ
  • রওশন আরা রশিদ
  • রওশন জামিল
  • রংগলাল সেন
  • রণদাপ্রসাদ সাহা
  • রণেশ দাশগুপ্ত
  • রফিকুন নবী
  • রফিকুল ইসলাম
  • রবি নিয়োগী
  • রশিদ চৌধুরী
  • রশীদ তালুকদার
  • রশীদ হায়দার
  • রহিমা
  • রাজিয়া খান
  • রাজুবালা দে
  • রাণী হামিদ
  • রাবেয়া খাতুন
  • রাবেয়া খাতুন তালুকদার
  • রামকানাই দাশ
  • রাশীদুল হাসান
  • রাসবিহারী বসু
  • রাসমণি হাজং
  • রাহিজা খানম ঝুনু
  • রাহেলা বেওয়া
  • রিজিয়া রহমান
  • রেহমান সোবহান
  • রোনাল্ড হালদার
  • লীলা নাগ
  • লুকাস মারান্ডী
  • শওকত আলী
  • শওকত ওসমান
  • শম্ভু আচার্য
  • শরীয়তুল্লাহ
  • শহীদ খান
  • শহীদ সাবের
  • শহীদুল্লা কায়সার
  • শাকুর শাহ
  • শামসুন নাহার
  • শামসুর রাহমান
  • শামীম আরা টলি
  • শাহ আব্দুল করিম
  • শাহ মোঃ হাসানুজ্জামান
  • শিমুল ইউসুফ
  • শেখ আবদুস সালাম
  • শেখ মুজিবুর রহমান
  • সকল জীবনী
  • সতীশ পাকড়াশী
  • সত্যেন সেন
  • সন্‌জীদা খাতুন
  • সন্তোষচন্দ্র ভট্টাচার্য
  • সফিউদ্দিন আহমদ
  • সমাজবিজ্ঞানী নুরুল ইসলাম
  • সরদার ফজলুল করিম
  • সহযোগিতা
  • সাইদা খানম
  • সাঈদ আহমদ
  • সাখাওয়াত আলী খান
  • সাবিত্রী নায়েক
  • সামিনা খাতুন
  • সালমা সোবহান
  • সালাহ্উদ্দীন আহমেদ
  • সাহিত্য
  • সাহিত্য গবেষণা
  • সিরাজুদ্দিন কাসিমপুরী
  • সিরাজুদ্দীন হোসেন
  • সিরাজুল ইসলাম চৌধুরী
  • সুকুমার বড়ুয়া
  • সুধীন দাশ
  • সুফিয়া আহমেদ
  • সুফিয়া কামাল
  • সুভাষ চন্দ্র বসু
  • সুরাইয়া
  • সুলতানা সারওয়াত আরা জামান
  • সুহাসিনী দাস
  • সূর্য বেগম
  • সূর্যসেন
  • সেলিনা পারভীন
  • সেলিনা হোসেন
  • সেলিম আল দীন
  • সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
  • সৈয়দ নজরুল ইসলাম
  • সৈয়দ মাইনুল হোসেন
  • সৈয়দ শামসুল হক
  • সৈয়দ হাসান ইমাম
  • সোনাবালা
  • সোমেন চন্দ
  • স্বেচ্ছাসেবক
  • হবিবুর রহমান
  • হাজেরা খাতুন
  • হাতেম আলী খান
  • হামিদা খানম
  • হামিদা বেগম
  • হামিদা হোসেন
  • হামিদুর রাহমান
  • হালিমা খাতুন
  • হাশেম খান
  • হাসান আজিজুল হক
  • হাসান হাফিজুর রহমান
  • হাসিনা বানু
  • হীরামনি সাঁওতাল
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ূন আহমেদ
  • হেনা দাস
  • হেরাম্বলাল গুপ্ত

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.