আলোকচিত্র / অডিও / ভিডিও / ফাইল
ডা. রোনাল্ড হালদার পেশায় একজন ডাক্তার। পেশায় ডাক্তার হলেও তাঁর জীবন, কর্ম এবং চিন্তা জুড়ে রয়েছে বাংলাদেশের প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পাখি এবং এদের সংরক্ষণের তাগিদ। রোনাল্ড হালদার একজন শৌখিন “Wild Life Videographer“। তিনি সারা দেশ ঘুরে বেড়িয়েছেন প্রকৃতির এসকল অসামান্য সৃষ্টির ছবি তুলতে এবং সেগুলোকে রক্ষা করার জন্য সর্বমহলে প্রচারণা করেছেন তাঁর সাধ্যমতো। তিনি তাঁর কর্মের মাধ্যমে বাংলাদেশের প্রকৃতিকে সংরক্ষণের অনেক উদ্যোগ গ্রহণ করেছেন এবং সফলতাও পেয়েছেন অনেক।