GUNIJAN
  • মূলপাতা
  • ক্ষেত্র
    • সাহিত্য
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • ক্রীড়া
    • নারী অধিকার আন্দোলন
    • মুক্তিসংগ্রাম
    • শিল্পকলা
    • আলোকচিত্র
    • গণমাধ্যম
    • পারফর্মিং আর্ট
    • সংগীত
    • সংগঠক
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ইতিহাস গবেষণা
    • চিকিৎসা বিজ্ঞান
    • প্রকৃতি ও পরিবেশ
    • লোকসংস্কৃতি
    • সমাজবিজ্ঞান
    • আইন
    • দর্শন
    • মানবাধিকার
    • শিক্ষা
    • স্থাপত্য
    • সাহিত্য
    • শিল্পকলা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • আইন
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • আলোকচিত্র
    • ইতিহাস গবেষণা
    • ক্রীড়া
    • গণমাধ্যম
    • চিকিৎসা বিজ্ঞান
    • দর্শন
    • নারী অধিকার আন্দোলন
    • পারফর্মিং আর্ট
    • প্রকৃতি ও পরিবেশ
    • মানবাধিকার
    • মুক্তিসংগ্রাম
    • লোকসংস্কৃতি
    • শিক্ষা
    • সংগঠক
    • সংগীত
    • সমাজবিজ্ঞান
    • স্থাপত্য
  • কর্মসূচি
  • সহযোগিতা
  • মনোনয়ন
  • কার্যক্রম
  • মূলপাতা
  • ক্ষেত্র
    • সাহিত্য
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • ক্রীড়া
    • নারী অধিকার আন্দোলন
    • মুক্তিসংগ্রাম
    • শিল্পকলা
    • আলোকচিত্র
    • গণমাধ্যম
    • পারফর্মিং আর্ট
    • সংগীত
    • সংগঠক
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ইতিহাস গবেষণা
    • চিকিৎসা বিজ্ঞান
    • প্রকৃতি ও পরিবেশ
    • লোকসংস্কৃতি
    • সমাজবিজ্ঞান
    • আইন
    • দর্শন
    • মানবাধিকার
    • শিক্ষা
    • স্থাপত্য
    • সাহিত্য
    • শিল্পকলা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • আইন
    • আদিবাসী অধিকার আন্দোলন
    • আলোকচিত্র
    • ইতিহাস গবেষণা
    • ক্রীড়া
    • গণমাধ্যম
    • চিকিৎসা বিজ্ঞান
    • দর্শন
    • নারী অধিকার আন্দোলন
    • পারফর্মিং আর্ট
    • প্রকৃতি ও পরিবেশ
    • মানবাধিকার
    • মুক্তিসংগ্রাম
    • লোকসংস্কৃতি
    • শিক্ষা
    • সংগঠক
    • সংগীত
    • সমাজবিজ্ঞান
    • স্থাপত্য
  • কর্মসূচি
  • সহযোগিতা
  • মনোনয়ন
  • কার্যক্রম
No Result
View All Result
GUNIJAN
No Result
View All Result

শেখ আবদুস সালাম

অবদানের ক্ষেত্র: শহীদ বুদ্ধিজীবী
শেখ আবদুস সালাম

শেখ আবদুস সালাম

আলোকচিত্র / অডিও / ভিডিও / ফাইল

জীবন বোঝার আগেই আমি যুদ্ধ বুঝি, হৃদয় বোঝার আগেই আমি মৃত্যু বুঝি। আমি কেবল বাবা বুঝিনা। বাবা নামক একটি অন্তর্গত অস্তিত্ব শুধুই আমাকে ডাকে ‘আয়’ – কিন্তু আমি তাঁকে ছুঁতে পারিনা! আমি তাঁর কাছে দৌড়ে যেতে পারিনা!

আমার সমস্ত চেতনার রঙ, আমার সমস্ত অনুভূতির আবিলতা, আমার নিঃশব্দ স্বপ্নালু আবেগ আমাকে কেবলি বুঝিয়ে দিয়ে যায় – ঐ যে তারার বাগান ভরা আকাশ – সেই আকাশের সবচে’ জ্যোতির্ময় তাঁরাটিই তোমার বাবা। আর আমি তাই খুব ছোট বয়স থেকে আকাশের তারার দিকে তাকিয়ে বাবাকে ডাকি। খুব মন খারাপ হলে বেদনার্ত আমি তারা নামক বাবাটির সাথে মনে মনে কথা বলি। ফাঁকা মাঠের ভেতর, খোলা আকাশের নীচে দাঁড়িয়ে কেবলি ইচ্ছে হয় বাবা-বাবা বলে চিৎকার করে কাঁদি। সেই চিৎকারে যেন আমার বুকের ভেতরের নিরেট অন্ধকারে জমে থাকা চাপ-চাপ যন্ত্রণারা উঠে আসে।

আমাদের বাসার পাশেই সরকারী কলোনী। ছোটবেলায় বিকেলে কলোনীর মাঠে বন্ধুদের সাথে খেলতাম। তাদের বাবারা প্রায়ই বিকেলে বেড়াতে বেরুবার সময় ছেলেমেয়েদের হাত ধরে সঙ্গে নিতেন আবার কখনো বা তারাই দৌড়ে গিয়ে আব্দার জুড়ত সঙ্গে যাবে বলে; আর আমি তখন পিছনে দাঁড়িয়ে তাকিয়ে থাকতাম তাদের চলে যাবার দিকে। হঠাৎ কখনোবা কোনো সহৃদয় বাবা অন্য হাতে আমাকেও ধরতে চাইতেন। আমি বলতাম, ‘আপনারা যান, আমি বাসায় যাব।’

বাবার প্রতি প্রচন্ড অভিমানে বাসায় না ফিরে আমি একা একা সেই ছোট্ট মফস্বল শহরের অলিগলি ঘুরে বেড়াতাম। ফেরার পথে আমার সমস্ত অভিমানের ঝড় আমার অশ্রুসিক্ত কচি দুই গালে বেদনার লাল পাতা ফেলে দিয়ে বলে যেত – তোমার বাবা নাই! ওদের যে বাবা আছে তুমি ওদের নও। তুমি কখনোই ওদের মতো নও।

খুব ঝড় হলে, বৃষ্টি হলে দরজা জানালা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে থাকতে ইচ্ছে করে না আমার। মনে হয় – যদি বাবা এসে আমাদের ডেকে ডেকে ফিরে যান। ভেজা পাঞ্জাবী থেকে তাঁর টিপটিপ বৃষ্টির ফোটা ঝরছে আর দরজায় দাঁড়িয়ে কড়া নাড়তে নাড়তে ক্লান্ত বাবা যদি ফিরে যান!

ছেলেবেলায় স্কুল থেকে ফেরার পথে হঠাৎ কখনো মনে হতো – এখন বাসায় গিয়ে দেখবো, বাসা ভর্তি মানুষের ভীড়, তাদের হাজারো কৌতুহল এড়িয়ে অস্থির বাবা কেবলি বলছেন, ‘কোথায় – আমার ছেলেমেয়েরা কোথায়? কতদিন দেখিনা ওদের।’ বাবার হাতে লাল টুকটুকে পুতুল!

বাবাহীন আমার এই ২৫ বছরের প্রতিটি দিনই কোনো না কোনোভাবে আমাকে মনে করিয়ে দেয় বাবার উপস্থিতির মতোই বিশাল তাঁর অনুপস্থিতির শূন্যতা।

শুনেছি নিজের কবর নিজেকে দিয়ে তৈরী করিয়ে, হৃদয় আর শরীরকে ক্ষতবিক্ষত করে পাকিস্তানী পশুরা আমার বাবাকে হত্যা করেছিল। হাতের আঙুল নিশপিশ করে আমার। মনে হয় বাবার মৃত্যুর সময় যদি তাঁর পাশে থাকতাম তবে ঐ রাজাকার আলবদর-নরপিশাচদের চামড়া ছিঁড়ে হাড়মাংসগুলো আলাদা করতাম বাবার রক্ত-বওয়া এই শরীরের সমস্ত শক্তি দিয়ে। কিন্তু আজ এতো বছর পরেও যখন দেখি আমার হাত বাঁধা, আমার মুখ বাঁধা- আমার বাবার আত্মত্যাগের পলিতে গড়া এই দেশে একাত্তরের উল্লসিত নরপিশাচরা লাফিয়ে বেড়াচ্ছে, যাচ্ছেতাই বলছে- করছে, অনুষ্ঠানে ফিতে কাটছে তখন আমার অস্থির আঙুল আরো বেশি অস্থির হয়ে ওঠে।

মৃত্যুর পূর্বে পাকিস্তানী হায়নার দল মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্নতার শর্তে যশোর ক্যান্টনমেন্টের বন্দীদশায় আমাদের বাবাকে বারবার মুক্তির লোভ দেখিয়েছিলো, প্রিয়তম স্ত্রী আর সন্তানদের সান্নিধ্য, নিরাপদ জীবনযাপনের স্বপ্নে প্রলুব্ধ করতে চেষ্টা করেছিলো। কিন্তু দুঃখিনী দেশ আর মানবতার মুক্তিকামী বাবা আমাদের জীবন জীবন বলে কেঁদেও সেদিন মৃত্যুকেই গ্রহণ করেছিলেন।

যে রাজাকারদের কাছে মাথা নত না করার অপরাধে ওরা আমার বাবাকে হায়নাদের হাতে তুলে দিয়েছিল, সেই তারাই পরাজয়ের প্রতিহিংসার আগুনে পুড়ে পুড়ে দীর্ঘ পাঁচ বছর পরেও তাদের পুনরুত্থানের চিহ্ন এঁকে দিতে চাইল আমাদের অগ্নিদগ্ধ শরীরে!

আমার বাবা শেখ আবদুস সালাম ১৯৪০ সালে যশোর জেলার কালিয়া থানার (বর্তমানে নড়াইল জেলার অধীন) বিলবাওচ গ্রামে জন্মগ্রহণ করেন।

খুব ছোট বয়স থেকেই মানুষের দুঃখ কষ্ট তাঁকে প্রবলভাবে অলোড়িত করত, যার ফলে স্কুল জীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। কথিত আছে খুব ছোট বয়স এবং শরীরের কারণে তাকে টেবিলের উপর উঠিয়ে দেয়া হত বক্তৃতা দেবার সুবিধার জন্য। তাঁর মেধাবী গঠনমূলক আবেগী বক্তব্যে সবসময়েই মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে।

মানুষকে বড় ভালোবাসতেন তিনি। মানবিক মূল্যবোধ তাঁকে সবসময় আচ্ছন্ন করে রাখত। তাই নিপিড়ীত মানুষের পাশে তাঁকে সবসময়ই দেখা যেত। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাঁকে কয়েকবার জেল খাটতে হয়েছে।

তাঁর অনুন্নত জন্মস্থানের ভগ্নদশার কথা বিবেচনা করে তিনি ১৯৬০ সালে কৃতিত্বের সাথে বি.এ. পাশ করা সত্বেও উচ্চশিক্ষা গ্রহণ সাময়িক স্থগিত রাখেন।

এই সময় তিনি বেশ কয়েকটি অসম্পূর্ণ স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে স্কুলগুলোকে প্রতিষ্ঠিত করেন। তাছাড়া অনুন্নত পরিবেশ ও রাস্তাঘাটের সংস্কার সাধন ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখেন। ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে মাস্টার্সে ভর্তি হন। এর মাঝে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বি.এড. সার্টিফিকেটসহ শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান এবং ইংরেজি ভাষা, শিক্ষা ও সাহিত্যের উপর কয়েকটি ডিপ্লোমা করে প্রত্যেকটিতেই কৃতিত্বের সাথে সার্টিফিকেট অর্জন করেন।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।

১৯৭০ সালে তিনি এম.এ. প্রথম পর্ব পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

১৯৭১ সালে তিনি এম.এ. শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করেন কিন্তু দেশের তীব্র গণআন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই সময় তিনি বঙ্গবন্ধুর নির্দেশে কালিয়া থানায় ফিরে গিয়ে আপামর জনসাধারণকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।

তিনি প্রকাশ্যে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ফেলে ঐ এলাকার জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মুক্তিকামী জনগণ দলে দলে মুক্তিবাহিনীতে যোগ দেয়।

তিনি ‘মুক্তিবাহিনী সংগ্রাম পরিষদ’ নামে একটি কমিটি গঠন করেন। তিনি সেই কমিটির আহ্বায়ক ছিলেন। সেই সময় তিনি কালিয়া থানা আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি কালিয়া মহাবিদ্যালয় (বর্তমানে শহীদ আবদুস সালাম মহাবিদ্যালয়) নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। যার অধ্যক্ষ হিসাবেও তিনি কর্মরত ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। মে মাসের প্রথম দিকে তিনি রাজাকার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তানি মিলিটারীদের হাতে ধরা পড়ে যশোর ক্যান্টনমেন্টে বন্দী হন। সেখানে বহু নির্যাতনের পর পাকিস্তানী মিলিটারীরা ১৩ মে আনুমানিক বেলা ১০টার দিকে তাঁকে নির্মমভাবে হত্যা করে।

সংগ্রহ : আমার বাবা – শেখ সালমা নার্গিস; স্মৃতি ১৯৭১, সপ্তম খন্ড; সম্পাদনা – রশীদ হায়দার, প্রকাশক : বাংলা একাডেমী, ঢাকা।

লেখক : শেখ সালমা নার্গিস

ShareTweetShareScanSend

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

খুঁজুন

No Result
View All Result
এ পর্যন্ত ওয়েবসাইট ভিজিট করেছেন
Web Counter

সম্পৃক্ত হোন

  • সহযোগিতা করুন
  • স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
  • মনোনয়ন করুন

আমাদের সম্পর্কে

  • ট্রাস্টি বোর্ড
  • আপনার মতামত

যোগাযোগ

  •   info@gunijan.org.bd
  •   +৮৮০১৮১৭০৪৮৩১৮
  •   ঢাকা, বাংলাদেশ

© - All rights of Photographs, Audio & video clips on this site are reserved by Gunijan.org.bd under  CC BY-NC licence.

No Result
View All Result
  • #8898 (শিরোনামহীন)
  • অজয় রায়
  • অজিত গুহ
  • অনিল মুখার্জি
  • অনুপম সেন
  • অমলেন্দু বিশ্বাস
  • অরবিন্দ ঘোষ
  • অরিণা বেগম
  • অরিণা বেগম
  • অরিণা বেগম
  • অশ্বিনীকুমার দত্ত
  • আ ন ম গোলাম মোস্তফা
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • আজহারুল হক
  • আজিজুর রহমান মল্লিক
  • আঞ্জেলা গমেজ
  • আতাউস সামাদ
  • আতিউর রহমান
  • আনিসুজ্জামান
  • আনোয়ার পাশা
  • আনোয়ার হোসেন
  • আনোয়ার হোসেন
  • আপনার মতামত
  • আবদুর রাজ্জাক
  • আবদুল আলীম
  • আবদুল আহাদ
  • আবদুল ওয়াহাব তালুকদার
  • আবদুল গাফফার চৌধুরী
  • আবদুল্লাহ আবু সায়ীদ
  • আবদুল্লাহ আল মামুন
  • আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন
  • আবিরন
  • আবু ইসহাক
  • আবু ওসমান চৌধুরী
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • আবু তাহের
  • আবু হেনা মোস্তফা কামাল
  • আবুল ফজল
  • আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • আব্দুল জব্বার
  • আব্দুল মতিন
  • আব্বাসউদ্দীন আহমদ
  • আমিনুল ইসলাম
  • আরজ আলী মাতুব্বর
  • আরমা দত্ত
  • আল মাহমুদ
  • আলতাফ মাহমুদ
  • আলম খান
  • আলমগীর কবির
  • আলী আহাম্মদ খান আইয়োব
  • আলোকচিত্রী শহিদুল আলম
  • আসিয়া বেগম
  • আহসান হাবীব
  • ইদ্রিছ মিঞা
  • ইমদাদ হোসেন
  • ইলা মজুমদার
  • ইলা মিত্র
  • উল্লাসকর দত্ত
  • এ এফ এম আবদুল আলীম চৌধুরী
  • এ কে খন্দকার
  • এ. এন. এম. মুনীরউজ্জামান
  • এ. এম. হারুন অর রশীদ
  • এ.এন.এম. নূরুজ্জামান
  • এ.টি.এম. হায়দার
  • এবিএম মূসা
  • এম আর খান
  • এম এ জলিল
  • এম হামিদুল্লাহ্ খান
  • এম. এ. মঞ্জুর
  • এম. এ. রশীদ
  • এম. এন. রায়
  • এস এম সুলতান
  • ওবায়েদ উল হক
  • কবরী
  • কবীর চৌধুরী
  • কমলা বেগম (কিশোরগঞ্জ)
  • কমলা বেগম (সিরাজগঞ্জ)
  • করিমন বেগম
  • করেপোরাল আবুল বাশার মো. আবদুস সামাদ
  • কর্মসূচি
  • কলিম শরাফী
  • কল্পনা দত্ত
  • কাইয়ুম চৌধুরী
  • কাঁকন বিবি
  • কাজী আবদুল আলীম
  • কাজী আবুল কাসেম
  • কাজী এম বদরুদ্দোজা
  • কাজী খলীকুজ্জমান আহমদ
  • কাজী নূর-উজ্জামান
  • কাজী সালাউদ্দিন
  • কামরুল হাসান
  • কামাল লোহানী
  • কার্যক্রম
  • কিউ এ আই এম নুরউদ্দিন
  • কুমুদিনী হাজং
  • কে এম সফিউল্লাহ
  • ক্ষুদিরাম বসু
  • খাদেমুল বাশার
  • খালেকদাদ চৌধুরী
  • খালেদ মোশাররফ
  • খোকা রায়
  • গণেশ ঘোষ
  • গাজীউল হক
  • গিয়াসউদ্দিন আহমদ
  • গুণীজন ট্রাষ্ট-এর ইতিহাস
  • গোপাল দত্ত
  • গোবিন্দচন্দ্র দেব
  • চাষী নজরুল ইসলাম
  • চিকিৎসক নুরুল ইসলাম
  • চিত্তরঞ্জন দত্ত
  • চিত্তরঞ্জন দাশ
  • ছবিতে আমাদের গুনীজন
  • জয়গন
  • জয়নুল আবেদিন
  • জসীমউদ্দীন মণ্ডল
  • জহির রায়হান
  • জহুর হোসেন চৌধুরী
  • জামাল নজরুল ইসলাম
  • জামিলুর রেজা চৌধুরী
  • জাহানারা ইমাম
  • জিতেন ঘোষ
  • জিয়া হায়দার
  • জিয়াউর রহমান
  • জিল্লুর রহমান সিদ্দিকী
  • জুয়েল আইচ
  • জোবেরা রহমান লিনু
  • জোহরা বেগম কাজী
  • জ্ঞান চক্রবর্তী
  • জ্যোতি বসু
  • জ্যোতির্ময় গুহঠাকুরতা
  • জ্যোৎস্না খাতুন
  • ট্রাস্টি বোর্ড
  • তফাজ্জল হোসেন মানিক মিয়া
  • তরুবালা কর্মকার
  • তাজউদ্দীন আহমদ
  • তিতুমীর
  • ত্রৈলোক্যনাথ চক্রবর্তী
  • দিলওয়ার খান
  • দীনেশ গুপ্ত
  • দুলু বেগম
  • দ্বিজেন শর্মা
  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • নভেরা আহমেদ
  • নভেরা আহমেদ
  • নয়ন মিয়া
  • নলিনী দাস
  • নাজমুল হক
  • নিজাম উদ্দিন আহমদ
  • নিতুন কুন্ডু
  • নির্মলেন্দু গুণ
  • নীলিমা ইব্রাহিম
  • নীলুফার ইয়াসমীন
  • নুরজাহান
  • নূর মোহাম্মদ শেখ
  • নূরজাহান বেগম
  • নূরজাহান বেগম (ময়মনসিংহ)
  • নেত্রকোণার গুণীজন
  • নেপাল নাগ
  • পার্থ প্রতীম মজুমদার
  • পূর্ণেন্দু দস্তিদার
  • প্রতিভা মুৎসুদ্দি
  • প্রফুল্ল চাকী
  • প্রভারাণী মালাকার
  • প্রীতিলতা ওয়াদ্দেদার
  • ফজল শাহাবুদ্দীন
  • ফজলুর রহমান খান
  • ফজলে হাসান আবেদ
  • ফয়েজ আহমদ
  • ফররুখ আহমদ
  • ফরিদা পারভীন
  • ফিরোজা বেগম
  • ফেরদৌসী প্রিয়ভাষিণী
  • ফেরদৌসী রহমান
  • ফেরদৌসী রহমান
  • ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিল
  • ফ্লোরা জাইবুন মাজিদ
  • বদরুদ্দীন উমর
  • বশির আহমেদ
  • বশিরন বেগম
  • বশীর আল্‌হেলাল
  • বাদল গুপ্ত
  • বিনয় বসু
  • বিনোদবিহারী চৌধুরী
  • বিপিনচন্দ্র পাল
  • বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
  • বুলবুল আহমেদ
  • বেগম রোকেয়া
  • বেগম শামসুন নাহার মাহমুদ
  • বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
  • বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
  • ব্লগ
  • ভগৎ সিং
  • ভাস্বর বন্দ্যোপাধ্যায়
  • ভিডিও
  • মঙ্গল পান্ডে
  • মজনু শাহ
  • মণি সিংহ
  • মণিকৃষ্ণ সেন
  • মতিউর রহমান
  • মনোনয়ন
  • মনোরমা বসু
  • মমতাজ বেগম
  • ময়না বেগম
  • মশিউর রহমান
  • মহাদেব সাহা
  • মহিউদ্দিন জাহাঙ্গীর
  • মামুন মাহমুদ
  • মামুনুর রশীদ
  • মায়া রাণী
  • মারিনো রিগন
  • মালেকা বেগম
  • মাহমুদুল হক
  • মাহেলা বেওয়া
  • মীর শওকত আলী
  • মুকশেদ আলী
  • মুকুন্দদাস
  • মুকুল সেন
  • মুক্তিযুদ্ধ
  • মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘মহিমা তব উদ্ভাসিত’
  • মুক্তিসংগ্রাম
  • মুজফফর আহমদ
  • মুনীর চৌধুরী
  • মুন্সি আব্দুর রউফ
  • মুর্তজা বশীর
  • মুস্তাফা নূরউল ইসলাম
  • মুস্তাফা মনোয়ার
  • মুহ. আব্দুল হান্নান খান
  • মুহম্মদ আবদুল হাই
  • মুহম্মদ জাফর ইকবাল
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • মুহাম্মদ ইঊনূস
  • মুহাম্মদ হাবিবুর রহমান
  • মুহাম্মাদ কুদরাত-এ-খুদা
  • মূলপাতা
  • মেহেরজান বেগম
  • মোহাম্মদ আতাউল গনি ওসমানী
  • মোঃ আওলাদ হোসেন খান
  • মোঃ ইসমাইল হোসেন
  • মোঃ শফিকুল আনোয়ার
  • মোজাফফর আহমদ
  • মোনাজাতউদ্দিন
  • মোফাজ্জল হায়দার চৌধুরী
  • মোয়াজ্জেম হোসেন
  • মোরশেদুল ইসলাম
  • মোহাম্মদ আবদুল জব্বার
  • মোহাম্মদ কিবরিয়া
  • মোহাম্মদ মনসুর আলী
  • মোহাম্মদ মোর্তজা
  • মোহাম্মদ রুহুল আমিন
  • মোহাম্মদ হামিদুর রহমান
  • মোহাম্মাদ আব্দুল কাদির
  • মোহিউদ্দীন ফারুক
  • যতীন সরকার
  • যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
  • যোগেশ চন্দ্র ঘোষ
  • রওশন আরা রশিদ
  • রওশন জামিল
  • রংগলাল সেন
  • রণদাপ্রসাদ সাহা
  • রণেশ দাশগুপ্ত
  • রফিকুন নবী
  • রফিকুল ইসলাম
  • রবি নিয়োগী
  • রশিদ চৌধুরী
  • রশীদ তালুকদার
  • রশীদ হায়দার
  • রহিমা
  • রাজিয়া খান
  • রাজুবালা দে
  • রাণী হামিদ
  • রাবেয়া খাতুন
  • রাবেয়া খাতুন তালুকদার
  • রামকানাই দাশ
  • রাশীদুল হাসান
  • রাসবিহারী বসু
  • রাসমণি হাজং
  • রাহিজা খানম ঝুনু
  • রাহেলা বেওয়া
  • রিজিয়া রহমান
  • রেহমান সোবহান
  • রোনাল্ড হালদার
  • লীলা নাগ
  • লুকাস মারান্ডী
  • শওকত আলী
  • শওকত ওসমান
  • শম্ভু আচার্য
  • শরীয়তুল্লাহ
  • শহীদ খান
  • শহীদ সাবের
  • শহীদুল্লা কায়সার
  • শাকুর শাহ
  • শামসুন নাহার
  • শামসুর রাহমান
  • শামীম আরা টলি
  • শাহ আব্দুল করিম
  • শাহ মোঃ হাসানুজ্জামান
  • শিমুল ইউসুফ
  • শেখ আবদুস সালাম
  • শেখ মুজিবুর রহমান
  • সকল জীবনী
  • সতীশ পাকড়াশী
  • সত্যেন সেন
  • সন্‌জীদা খাতুন
  • সন্তোষচন্দ্র ভট্টাচার্য
  • সফিউদ্দিন আহমদ
  • সমাজবিজ্ঞানী নুরুল ইসলাম
  • সরদার ফজলুল করিম
  • সহযোগিতা
  • সাইদা খানম
  • সাঈদ আহমদ
  • সাখাওয়াত আলী খান
  • সাবিত্রী নায়েক
  • সামিনা খাতুন
  • সালমা সোবহান
  • সালাহ্উদ্দীন আহমেদ
  • সাহিত্য
  • সাহিত্য গবেষণা
  • সিরাজুদ্দিন কাসিমপুরী
  • সিরাজুদ্দীন হোসেন
  • সিরাজুল ইসলাম চৌধুরী
  • সুকুমার বড়ুয়া
  • সুধীন দাশ
  • সুফিয়া আহমেদ
  • সুফিয়া কামাল
  • সুভাষ চন্দ্র বসু
  • সুরাইয়া
  • সুলতানা সারওয়াত আরা জামান
  • সুহাসিনী দাস
  • সূর্য বেগম
  • সূর্যসেন
  • সেলিনা পারভীন
  • সেলিনা হোসেন
  • সেলিম আল দীন
  • সৈয়দ ওয়ালীউল্লাহ্‌
  • সৈয়দ নজরুল ইসলাম
  • সৈয়দ মাইনুল হোসেন
  • সৈয়দ শামসুল হক
  • সৈয়দ হাসান ইমাম
  • সোনাবালা
  • সোমেন চন্দ
  • স্বেচ্ছাসেবক
  • হবিবুর রহমান
  • হাজেরা খাতুন
  • হাতেম আলী খান
  • হামিদা খানম
  • হামিদা বেগম
  • হামিদা হোসেন
  • হামিদুর রাহমান
  • হালিমা খাতুন
  • হাশেম খান
  • হাসান আজিজুল হক
  • হাসান হাফিজুর রহমান
  • হাসিনা বানু
  • হীরামনি সাঁওতাল
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ূন আহমেদ
  • হেনা দাস
  • হেরাম্বলাল গুপ্ত

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.