বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ( আগস্ট ১৫, ২০২০) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ( আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর পুত্র চিত্রশিল্পী মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি।
তাঁর জীবনী পড়তে ক্লিক করুন: https://gunijan.org.bd/?p=5259